টাঙ্গাইলের দেলদুয়ারে মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, কৃষি ব্যাংক যদি থাকে মৎস্য ও প্রাণী সম্পদ ব্যাংক থাকা উচিৎ। শনিবার উপজেলার এলাসিন ইউনিয়নের মুশুরিয়া গ্রামে এলাসিন দেশি মুরগি উৎপাদনকারী পিজি এর কার্যক্রম পরিদর্শন এবং মৎস্যজীবী ও মৎস্য খামারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, গ্রামে যে খামারগুলো আছে সেগুলোও কিন্তু শিল্প, তারা খাদ্য উৎপাদনকারী তারা খাদ্য সরবরাহ করছে সুতরাং তাদেরকে উল্টো টাকা দেয়া উচিৎ। আমরা কিছু একটা করছি। এ সাইডে আপনাদের হয়ে আমি কাজ করছি। আমরা এসে শুনলাম ঋণের ব্যপারে, মাছের ক্ষেত্রে বিশেষ করে ইলিশ মাছের ক্ষেত্রে দাদন ব্যবসায়ীদের জন্য ইলিশের দাম টা উৎপাদনস্থল হতে বাজরে আসতে বিভিন্ন হাত বদল হয়ে দাম অনেক বেড়ে যায়। যারা মহাজন আছে তারা দাদন দিয়ে রাখে, দাদনের টাকা শোধ করতে দাম অনেক বেড়ে যায়। দাদন ব্যবসায়ীদের হাত থেকে খামারীদের মুক্ত করতে সরকারী একটা ব্যবস্থা লাগবে। সেজন্য কৃষি ব্যাংক যদি থাকে তাহলে মৎস্য ও প্রাণী সম্পদ ব্যাংক থাকা উচিৎ। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আব্দুল আজিজ খান, সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ প্রমূখ।