মৎস ও প্রানিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন- খামারিদের পন্য ভোক্তা পর্যন্ত আনতে গিয়ে যে হাত বদলের কারনে দাম বাড়ে সেটাকে আমরা যদি ঘুচাতে চাই তাহলে আমাদের কিছু প্রক্রিয়া রাখতে হবে।
তিনি আরো বলেন- জুলাই আন্দোলনে যারা অংশ গ্রহন করেছিলো, যারা নেতৃত্ব দিয়েছিলো তাদের অবদান তো আমাদের স্বীকার করতেই হবে। তারা একটা নতুন বাংলাদেশ দিয়েছে। এখন রাজনৈতিক যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে নতুন চিন্তা আসুক না, নতুন ধারনা আসুক। তাদের যদি কোন ভুলভ্রান্তি থাকে সেটা দেখা যাবে। কিন্তু এই যে দল করা এটা ভুল কিছু না। এটা আগামী নির্বাচনের আগে বা রাজনৈতিক যে আলাপ আলোচনা তার মধ্যে আলাদা মাত্রা যোগ হবে। এটা আমি ইতিবাচক বলেই মনে করি।
মৎস ও প্রানিসম্পদ মন্ত্রনালয় এবং প্রানিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে পবিত্র রমজান মাসে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয়কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১ মার্চ শনিবার বিকেলে জেলা শহরের জনসেবা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রানিসম্পদ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন পযার্য়ের কর্মকর্তাসহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই বিক্রয় কেন্দ্র থেকে সপ্তাহে পাঁচদিন সাধারণ মানুষ দুধ, ডিম ও মাংস ক্রয় করতে পারবে। এরমধ্যে দুধ ১ লিটার ৮০ টাকা, ডিম ১ ডজন ১১৪ টাকা, মুরগীর মাংস ১ কেজি ড্রেসিংসহ ২৫০ টাকা এবং গরুর মাংস বিক্রি হবে ৬৫০ টাকায়।