নীলফামারীর সৈয়দপুরে সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রসুলপুর স্বেচ্ছাসেবী সংগঠন প্রবাহ।ফাউন্ডেশনের উদ্দোগে ওই সকল ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ১ মার্চ শনিবার সংগঠনের কার্যালয় রসুলপুরে এ উপলক্ষে আয়োজন করা হয় এক সভা। ওই সভায় প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সৈয়দপুর পৌরসভার প্রশাসক মোঃ নুর - ই - আলম সিদ্দিকী। সংগঠনের সভাপতি মোঃ সাজিদ আলী সভায় সভাপতিত্ব করেন।
এতে বক্তব্য বলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ আনোয়ার হোসেন আরবী,উপদেষ্টা সদস্য সাবেক পৌর কাউন্সিলর আনোয়ারুল ইসলাম মানিক, সহসভাপতি মোহাম্মদ আলি, অর্থ সম্পাদক হাফেজ ওয়াহিদ আলী আশরাফী,নির্বাহী কমিটির কর্মকর্তা তামিদুর রহমান, মোঃ আবেদ আলীসহ অনেকে। সভা পরিচালনা করেন প্রবাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আজগার আলী।
সভা শেষে ওই সকল অসহায় শতাধিক পরিবারের মাঝে ছোলা, সোয়াবিন তেল, খেজুর ও মশুর ডাল বিতরণ করেন প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর- ই- আলম সিদ্দিকী।