গফরগাঁওয়ে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকলের পৌনে ৩ ঘন্টা যাত্রা বিলম্ব

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ১ মার্চ, ২০২৫, ০৬:৫৯ পিএম
গফরগাঁওয়ে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকলের পৌনে ৩ ঘন্টা যাত্রা বিলম্ব

ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী  মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার প্রায় পৌনে ৩ ঘন্টা পর বিলম্বে যাত্রা করে ট্রেনটি। এ ঘটনা ভোগান্তিতে পড়ে ট্রেনটিতে ভ্রমন করা যাত্রীরা।  শনিবার (১ মার্চ) দুপুর ৩ টা ১৫ মিনিটে ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে মোহনগঞ্জের উদ্দেশ্য ছেড়ে যায়। এর আগে বেলা ১২ টা ৩৫ মিনিটে গফরগাঁও রেলওয়ে স্টেশনের অদূরে আলতাফ গোলন্দাজ কলেজ এলাকায় ইঞ্জিন বিকলের ঘটনা ঘটে।

গফরগাঁও রেলওয়ে স্টেশনের সহকারী ষ্টেশন মাষ্টার মোস্তফা কামাল বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনের অদূরে আলতাফ গোলন্দাজ কলেজ এলাকায় ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়া ট্রেনটিকে পুশব্যাক করে স্টেশনে নিয়ে আসা হয়।

পরে ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন আসলে দুপুর ৩ টা ১৫ মিনিটে মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় মহুয়া কমিউটার ট্রেনটি। যার ফলে ঢাকা -ময়মনসিংহ রেলযোগাযোগ স্বাভাবিক রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে