চাঁদপুরে পৃথকস্থানে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ মার্চ ২০২৫) সকাল ১১টায় সদর উপজেলার বাঘড়া সাবদী,লক্ষ্ণীপুর ইউনিয়নের বহরিয়া রামদাসী এলাকায় ও দুপুর ১টার দিকে হাজীগঞ্জ উপজেলার রায়েরগঞ্জ এলাকায় ঘটনাগুলো ঘটে। নিহত শিশুরা হলো-
মিরাজ (১ বছর নয় মাস)
পিতাঃ আহমদ শেখ,বাঘড়া বাজার সাবদী গ্রাম
গ্রাম-সাবদী,মাইমুনা(৩)
পিতাঃ শহিদ, লক্ষীপুর ইউনিয়নের রামদাসদী গ্রাম, চাঁদপুর সদর থানা ও জুনায়েদ (২),
পিতা সাদ্দাম হোসেন,হাজিগঞ্জ থানার রায়েরগঞ্জ গ্রাম।
পৃথক তিনটি দুর্ঘটনায় শিশুদের মৃত্যুর বিষয় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরী বিভাগ থেকে নিশ্চিত হওয়া গেছে । শনিবার দুপুরে পানিতে পড়া শিশু তিনজনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের তিনজনকে মৃত ঘোষণা করলে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।