পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূঞাপুর উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে এক শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ মার্চ) বিকেলে ভূঞাপুর উপজেলা জামায়াতের আমীর আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি শান্তিপূর্ণ মিছিল ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতের সেক্রেটারি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. হুমায়ুন কবির। এছাড়া উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদের সদস্য ডা. অধ্যাপক আতাউর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, পৌর জামায়াতের সভাপতি মো. শাজাহান সসরকার, সেক্রেটারি নুরুর রহমান তালুকদার সেলিম, উপজেলা শাখা শিবির সভাপতি আনোয়ার হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা মাহে রমজানের পবিত্রতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। রমজান আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের মাস। এ মাসের সঠিক মর্যাদা রক্ষা করতে হলে সকলকে ত্যাগ ও ধৈর্যের সাথে ইবাদতে মনোযোগী হতে হবে। রমজানের পবিত্রতা অক্ষুণ্ন রেখে ইসলামী অনুশাসন মেনে চলার জন্য সবাইকে সচেতন হতে হবে।
ব্যবসায়ীদের উদ্দেশে বক্তারা বলেন, আপনারা দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার ব্যবস্থা করুন। দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রেখে দুপুরের পর থেকে ইফতারির প্রস্তুতি নিন। কেউ দিনের বেলায় খাবারের দোকান খোলা রাখলে, স্থানীয় বাজার কমিটি ও ব্যবসায়ীরা একসঙ্গে উদ্যোগ নিয়ে তা বন্ধ করার ব্যবস্থা করুন। রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।