বিরলে কুলি শ্রমিক ইউনিয়নের সাধারন সভা অনুষ্ঠিত

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ১ মার্চ, ২০২৫, ০৭:৩৬ পিএম
বিরলে কুলি শ্রমিক ইউনিয়নের সাধারন সভা অনুষ্ঠিত

দিনাজপুরের বিরল উপজেলা কুলি শ্রমিক ইউনিয়ন  (রেজিঃ নং- রাজ-১৩৪৩) এর সাধারন সভা  অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে এ্যাডভোকেট রঞ্জিত কুমার সরকারকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। অপর দু’জন হলেন আর্দশ কৃষক মোঃ মতিউর রহমান ও ছাত্র প্রতিনিধি মোঃ জিসান।

বিরল উপজেলা কুলি শ্রমিক ইউনিয়ন এর আহবায়ক শাহিনুর আলম জুয়েল এর সভাপতিত্বে প্রধান অতিথির বাক্তব্য রাখেন দিনাজপুর  শ্রম অধিদপ্তর এর সহকারি পরিচালক মোঃ হুমাউন কবির, ছাত্র প্রতিনিধি হারুন অর রশিদ প্রমুখও।

সভায় সর্বসম্মতিক্রমে এ্যাডভোকেট রঞ্জিত কুমার সরকারকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির অপর দু’জন সদস্য আদর্শ কৃষক মোঃ মতিউর রহমান ও মোঃ ছাত্র প্রতিনিধি মোঃ জিসান। নির্বাচন পরিচালনা কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে একটি অবাধ সুষ্ঠ এবং নিরপেক্ষ একটি নির্বাচন সম্পন্ন করে দেয়ার জন্য আহবান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে