সেনবাগে আ’লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২ মার্চ, ২০২৫, ০১:৫০ পিএম
সেনবাগে আ’লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

অপারেশন ডেভিল হান্ট অংশ হিসেবে সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে মোঃ মিলন প্রকাশ মিলন কন্টাক্টর (৪৫) নামের এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মোঃ মিলন উপজেলা ৪নং কাদরা ইউপির ৮নং ওয়ার্ড চাঁনপূর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক। সে ওই গ্রামের নুরু মিয়া মুন্সি বাড়ির মৃত আবদুর রশিদের ছেলে।  

শনিবার রাতে সেনবাগ থানার এসআই মোঃ বেলাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সেনবাগ থানা এলাকায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ৪নং কাদরা ইউনিয়নের চাঁনপুর ৮নং ওয়ার্ড এর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিলন প্রকাশ মিলন কন্ট্রাক্টরকে গ্রেফতার করেন। রবিবার সকালে তাকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান।

আপনার জেলার সংবাদ পড়তে