রাজারহাটে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) :
: | আপডেট: ২ মার্চ, ২০২৫, ০২:০৩ পিএম : | প্রকাশ: ২ মার্চ, ২০২৫, ০২:০৩ পিএম
রাজারহাটে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত

"তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে"-এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামের রাজারহাটে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়। রোববার(২ মার্চ) সকাল ১১ টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করেন। পরে উপজেলা অফিসার্স ক্লাবে  এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরানের সভাপত্বিতে এবং উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মশিউর রহমান মন্ডলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ সুপ্ত করিম, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ আরফানুল আলম, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, জাতীয় নাগরিক কমিটির সদস্য রায়হানুল ইসলাম রাজু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজারহাট সমন্বয়ক আল মিজান মাহিন ও ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ কর্মসূচির সুপারভাইজার প্রভাষক মোহাম্মদ আলী মন্ডল (এটম) প্রমূখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে