ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলার আগৈলঝাড়া উপজেলা শাখার ২০২৫- ২০২৬ সালের কমিটি গঠন করা হয়েছে। শনিবার দিবাগত রাতে আগৈলঝাড়া উপজেলার সদরের সংগঠনের নিজস্ব কার্যালয়ে সম্মেলন শেষে উপস্থিত শুরা সদস্যদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে রাসেল সরদার মেহেদীকে সভাপতি, পারভেজ মিয়া সেক্রেটারী, গোলাম মাহমুদ হাওলাদার সহ-সভাপতি, আবু সালেহ সুফুল সহ-সেক্রেটারী, মাওলানা মো. ইমরান হোসেন সাংগঠনিক সম্পাদক ও সোয়াইব আকনকে অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। ওইদিনই নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করিয়েছেন সম্মেলনের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলার সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম।