মাহে রমজান কে স্বাগত জানিয়ে ভেড়ামারায় শোভাযাত্রা

এফএনএস (শাহ্ জামাল; ভেড়ামারা, কুষ্টিয়া) : | প্রকাশ: ২ মার্চ, ২০২৫, ০৪:৫৭ পিএম
মাহে রমজান কে স্বাগত জানিয়ে ভেড়ামারায় শোভাযাত্রা

ভেড়ামারার স্বেচ্ছাসেবী সংগঠন হাজী কল্যান পরিষদ পবিত্র মাহে রমজান কে স্বাগত জানিয়ে ভেড়ামারা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। গতকাল শনিবার বাদ আছর ভেড়ামারার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রা কে ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়, মাহে রমজানের পবিত্রতার জন্য দ্রব্যমূল্য সহনীয় পর্য্যায়ে রাখতে, হোটেল রেস্তোরা দিনের বেলায় বন্ধ রাখা, প্রকাশ্যে ধুমপান না করার আহবান জানানো হয়। পরে ভেড়ামারা বাসষ্টান্ডে সমাবেশ করে হাজী কল্যান পরিষদ। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মাহবুব আলম খান’র সভাপতিত্বে এবং সহ সাধারন সম্পাদক আলহাজ্ব মোনায়েম হোসেন’র উপস্থাপনায় সমাবেশে বক্তব্য রাখেন, হাজী কল্যান পরিষদের সাধারন সম্পাদক আলহাজ্ব হাফেজ অধ্যাপক খাদেমুল ইসলাম, উপদেষ্টা মুফতি আব্দুর রউফ, হাফেজ আনোয়ার হোসেন, আলহাজ্ব মোহাম্মদ কাওছার উল্ল্যাহ, প্রচার সম্পাদক এহসানুল হক, আলহাজ্ব আবুল কাশেম, আলহাজ্ব  আমিনুল হক মুকুল, আলহাজ্ব আব্দুর রাজ্জাক প্রমুখ। এসময় মাহে রমাজনের সময় সূচী সর্ব সাধারন মানুষের মাঝে বিতরন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে