রাজিব পুরে টিসিবি স্মার্ট কার্ড ভোগান্তি

এফএনএস (মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২ মার্চ, ২০২৫, ০৫:০১ পিএম
রাজিব পুরে টিসিবি স্মার্ট কার্ড ভোগান্তি

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার টিসিবি সুবিধাভোগী প্রায় ছয় হাজার পরিবার স্মার্ট কার্ড না পেয়ে ভোগান্তিতে পড়েছে।  স্মার্ট কার্ড না পেয়ে বিভিন্ন দপ্তরে দপ্তরে হন্যে হয়ে ঘুরছে সুবিধা বঞ্চিতরা। চর রাজিবপুর উপজেলা নিবার্হী অফিস সূত্রে জানা গেছে, উপজেলার তিন ইউনিয়নে রহমান জন্য  দশ হাজার আটশ ত্রিশ  টি পরিবার কে টিসিবি কার্ড প্রদান করা হয়েছে।

রাজিব পুর সদর ইউনিয়নে চার হাজার তিনশ ছেঢল্লিশ, কোদাল কাটি ইউনিয়নে তিন হাজার সাতষট্টি ও মোহনগঞ্জ ইউনিয়ন এর জন্য তিন হাজার চারশ সতের কার্ড বরাদ্দ দেয়া হয়। পরবর্তীতে সরকারের ঘোষণা মোতাবেক প্রতিটি সুবিধা ভোগী পরিবারকে স্মার্ট কার্ড দেয়ার জন্য অনলাইনে আবেদন করতে বলা হয়। সঠিক সময়ে অনলাইন করতে না পারার কারণে পাঁচ হাজার আটশ বাইশ পরিবার বাদ পরে যায়। আবার অনেকেই মোবাইল নাম্বার জটিলতা, মৃত্যু জনিত কারণে ও বিদেশে যাওয়ার কারণে আটকে আছে।

এদিকে সরকারি সিদ্ধান্ত মোতাবেক পবিত্র রোমজান মাসের পূর্বেই টিসিবি পণ্য বিতরণ করার নির্দেশ থাকলেও ডিলারগণ  বিতরণ  করতে পারছেন না। এ ব্যাপারে রাজিব পুর সদর ইউনিয়নের মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ ডিলার ওমর ফারুক জানান, তার ইউনিয়নের আটশ আটচল্লিশ সুবিধা ভোগী স্মার্ট কার্ড পায়নি।

মোহনগঞ্জ ইউনিয়নের   বারী এন্টারপ্রাইজ এর আব্দুল আলীম জানান, তার এক হাজার দুইশ সতের পরিবার এখনো স্মার্ট কার্ড পায়নি। কোদাল কাটি ইউনিয়নের নাজমা ষ্টোরের ডিলার নুর আলম রাজু জানান, তার তিন হাজার সাতষট্টি কার্ডের মধ্যে মাত্র দুই শত চব্বিশ টি স্মার্ট কার্ড ইস্যু হয়েছে। এমতাবস্থায় আমি কি ভাবে পণ্য বিতরণ করব। এ ব্যাপারে চর রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ আমার দেশ প্রতিনিধি কে জানান, বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষ কে অবগত করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে