শেরপুরে অগ্নিকাণ্ডে দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২ মার্চ, ২০২৫, ০৫:১৭ পিএম
শেরপুরে অগ্নিকাণ্ডে দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

শেরপুর জেলা শহরের নয়আনী বাজারে এক অগ্নিকাণ্ডে মনোহারী দোকানসহ দুটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। রবিবার (২ মার্চ) ভোরের এ অগ্নিকাণ্ডে দোকান মালিক জীবন কৃষ্ণ সাহা ও বানেশ্বর সাহার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, নয়আনী বাজার ডিসি গেইট সম্মুখে জীবন কৃষ্ণ সাহার মনোহারী দোকান ও বানেশ্বর সাহার ফুল ঝাড়ুসহ গৃহস্থালী দোকানের বিক্রি শেষে শনিবার রাতে তারা বাসায় চলে যান। এদিকে রবিবার ভোর সাড়ে ৬টার দিকে  ওই দুটি দোকানের মধ্যেস্থলে হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় মুর্হুতের মধ্যে আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে এবং ওই দুটি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সদস্যরা দ্রুত ঘটনাস্থল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এব্যাপাারে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের পরিচালক নাসিম উদ্দিন বলেন, দ্রুত সময়ে ঘটনাস্থল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে বাজারটি রক্ষা পায়।

আপনার জেলার সংবাদ পড়তে