পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডাকাতি করে পলানোর সময় পুলিশের তল্লাসি অভিযানে ভোর রাতে আন্তঃ জেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে । জানা যায় রবিবার গভীর রাতে তেঁতুলিয়া উপজেলা সদরের আজিজনগর মহাসড়কের পাশে বেলাল মাস্টারের বাড়িতে ডাকাতি করে পালিয়ে যায়। পরে ভুক্তভোগীর পরিবার মোবাইলে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে অবগত করেন। এসময় তেঁতুলিয়া থানা পুলিশ তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন ব্যক্তির তল্লাসী অভিযান নামে। একপর্যায়ে ভোরে বাংলাবান্ধা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী গেটলকে ভজনপুর নামক স্থানে তল্লাসি অভিযান শুরু করেন। ডাকাত দলের সন্দেহে ৫ জনকে আটক করে। আটকৃতরা হলো রংপুর জেলার পীরগন্জ থানার পালানো শাহাপুর গ্রামের মৃত আঃ জব্বারের ছেলে আয়নাল হক (৪০), হাকিমপুর মধ্যপাড়া গ্রামের আঃ জলিলের ছেলে শরিফুল ইসলাম (২৮) , আজমপুর ফকিরপাড়া গ্রামের মৃত বাদশা ফকিরের ছেলে হাসানুর (৪১),, দিনাজপুর নবাবগন্জ থানার মির্জাপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে তহিদুল ইসলাম (৪০) ও রংপুর মিঠাপুকুর থানার শটিবাড়ি গ্রামের মৃত আব্দুল আজিজ এর ছেলে আনোয়ার হোসেন (৪২) কে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তল্লাসির সময় আটকৃতরা ডাকাতি দেয়ার কথা স্বীকার করে। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয় ।
ভুক্তভোগী বেলাল মাস্টার জানান শনিবার দিবাগত মধ্যরাতে একদল ডাকাত আমার বাড়িতে ঢ়ুকে ত মারপিট করে। এসময় দেশীয় অস্ত্রের মুখে স্বর্ণালঙ্গার সহ প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামালি নিয়ে পালিয়ে যায়। পরে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশকে জানানো হয়।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত কবির বলেন, আটকৃত ৫জন আন্তঃ জেলা ডাকাত দলের স্বক্রীয় সদস্য। তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে।