চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা গরু বিতরণ

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ৩ মার্চ, ২০২৫, ০২:৩৬ পিএম
চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা গরু বিতরণ

দিনাজপুরের চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩৩ জন সুফলভোগীদের মাঝে বকনা গরু, কৃমিনাশক ট্যাবলেট, ভিটামিন মিনারেল প্রিমিক্স বিতরণ করা হয়েছে। গতকাল ৩ মার্চ সোমবার বেলা ১১ টায় হাসপাতাল চত্বরে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল এর আয়োজনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধিভূক্ত প্রাণিসম্পদ অধিদপ্তরের সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ- সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে সুফলভোগীদের মাঝে বকনা গরু বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা। 

উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মোঃ রায়হান আলীর সভাপতিত্বে এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা শারমিন, উপজেলা মৎস্য অফিসার সুমন কুন্ডু, ভেটেরিনারী সার্জন ডাঃ আরিফা পারভীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হামিদুর রহমান, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে