কাউখালীতে ভয়াবহ আগুনে চারটি দোকান পুড়ে ছাই

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ৩ মার্চ, ২০২৫, ০২:৫৭ পিএম
কাউখালীতে ভয়াবহ আগুনে চারটি দোকান পুড়ে ছাই

পিরোজপুরের কাউখালীতে আগুনে দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকানে প্রায় ৮/১০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার ২মার্চ রাতে উপজেলার নদীবেষ্টিত সয়না রঘুনাথপুর ইউনিয়নের সয়না ক্লাবঘর বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গভীর রাতে বাজারে পাশে সাবেক ইউপি মেম্বার উত্তম কুমারের  বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান চলাকালে তার স্ত্রী বাজারের আগুন দেখে চিৎকার করে। এসময় লোকজন তার চিৎকারে জড়ো হয়ে আগুন নিভাতে গেলে তার আগেই ইউপি মেম্বার ফিরোজ খানের ছেলে মাহফুজ খানের মুদি দোকান সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়। পাশে মিল্লাত খানের ঔষধের ফার্মেসীসহ আরো দুটি দোকান আগুনে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। এলাকাবাসী প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই মুদির দোকানদার মাহফুজ খানের দোকানটি আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। ইউপি মেম্বার ফিরোজ খান বলেন, রাতের বেলা কে বা কাহারা শত্রুতা মূলক তার ছেলের দোকানে আগুন লাগিয়ে দেয়। এ ব্যাপারে কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সোলায়মান জানান, ঘটনা শুনে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তদন্ত করে দেখা হবে।