শ্রীমঙ্গলে ১ কেজি ৮০০ গ্রামগাঁজাসহ আটক ১

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ৩ মার্চ, ২০২৫, ০৩:০৭ পিএম
শ্রীমঙ্গলে ১ কেজি ৮০০ গ্রামগাঁজাসহ আটক ১

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ লেদন মিয়া (৫২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার পুলিশের একটি টিম রোববার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে  উপজেলার মির্জাপুর ইউপির অন্তর্গত উত্তর পাচাউন গ্রাম থেকে মাদক কারবারী লেদন মিয়া ওরফে আব্দুর রহমানের বসত ঘর থেকে  মাদক কারবারি লেদন মিয়া (৫২) কে আটক করে এবং তার কাছ থেকে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। যার মূল্য আনুমানিক ৩৬ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।

ওসি আমিনুল আরো জানান,  গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে