সৈয়দপুরে সড়ক সংলগ্ন আলু কোল্ড স্টোরেজ সৃষ্ঠি করছে যানজট

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৩ মার্চ, ২০২৫, ০৩:৩৫ পিএম
সৈয়দপুরে সড়ক সংলগ্ন আলু কোল্ড স্টোরেজ সৃষ্ঠি করছে যানজট

নীলফামারী জেলার বিভিন্ন উপজেলায় রয়েছে আলু কোল্ড স্টোরেজ। আলু সংরক্ষণের জন্য নির্মিত করা হয় ওই কোল্ড স্টোরেজ। কোন প্রকার পরিকল্পনা ছাড়াই মালিক পক্ষ ওই কোল্ড স্টোরেজগুলো নির্মাণ করেন। তাছাড়া বেশির ভাগ কোল্ড স্টোরেজ নির্মাণ করা হয়েছে সড়ক সংলগ্ন স্থানে। সড়ক সংলগ্ন স্থানে বেশির ভাগ কোল্ড স্টোরেজগুলো গড়ে তোলায় সৃষ্ঠি হচ্ছে যানজট।

অটো, পিকআপ ভ্যান,ট্রাক্টর,ট্রলি এমন কি বড় বড় ট্রাকে করে নিয়ে আসা হয় আলু। আলুর কোল্ড স্টোরেজের ভেতরে পর্যাপ্ত জায়গা না থাকায় আলু বহনকারি ওই সকল ছোট বড় যানবাহন আটকা পড়ে সড়কে। এভাবে ঘন্টার পর ঘন্টা সড়কে দাঁড় করে রাখা যানবাহন সৃষ্ঠি করছে যানজট। ফলে চরম ভোগান্তির শিকার হয়ে থাকে  দুর- দুরান্তে যাওয়া যাত্রী সাধারণ। 

সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কলাবাগান নামক স্থানে গড়ে তোলা হয়েছে বাদশা কোল্ড স্টোরেজ ও ইসমাঈল বীজ হিমাগার। মহাসড়ক ঘেঁষে এ দুটি কোল্ড স্টোরেজ গড়ে ওঠায় বেশ কয়েকদিন থেকে মহাসড়কে লেগেছিল প্রকট যানজট। ওই যানজট নিরসনে সেখানে কাজ করেছিল সেনাবাহিনী,পুলিশ ও আনসার বাহিনী। আলু বহনকারী যানবাহনের কারণে সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। কয়েক ঘন্টা চেষ্টার পর যানজট মুক্ত হয় সড়কটি। ওই সময় কয়েক হাজার যানবাহন আটকা পড়ে।সড়কে। সৃষ্ঠি হয় তীব্র যানজট। স্বরণকালের এহেন যানজট ভাবিয়ে তুলে প্রশাসনকে। ফলে জেলা প্রশাসক এটিকে নিয়ে পড়েন চিন্তায়। তাই ৩ মার্চ নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলুর বাজার মূল্য,সরবরাহ ও কোল্ড স্টোরেজে সংরক্ষণসহ সার্বিক পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়।  সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। তিনি কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণে প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার দেওয়া,  আলু সংরক্ষণের সময় যাতে সড়কে যানজট সৃষ্টি না হয় সেজন্য টোকেন সিস্টেম চালু করা,আলু সংরক্ষণের তথ্য সংশ্লিষ্ট দপ্তরসমূহকে সরবরাহ করাসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। সভায় নীলফামারী জেলার বিভিন্ন কোল্ড স্টোরেজের মালিক,প্রতিনিধি,উপ-পরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর;অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কৃষি বিপণন কর্মকর্তা ,ক্যাবের প্রতিনিধিসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে