চিলমারীতে থামছেই না বালু উত্তোলন

এফএনএস (মোঃ সিদ্দিকুল ইসলাম সিদ্দিক; চিলমারী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৩ মার্চ, ২০২৫, ০৩:৫৮ পিএম
চিলমারীতে থামছেই না বালু উত্তোলন

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে দিন-রাত বালু উত্তোলন ও ডানতীর রক্ষা প্রকল্প ঘেষে মাটি কাটা থামছেই না। ফলে হুমকির মুখে পড়েছে ডানতীর রক্ষা প্রকল্প, রাস্তা ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদসহ ফসলি জমি। উপজেলার রমনা ইউনিয়নের জোড়গাছ, টোনগ্রাম, গুড়াতিপাড়া, ঘাট এলাকায় অন্তত ২০টি শ্যালো মেশিন ও ড্রেজার দিয়ে এলাকার চিহ্নিত ভূমি দস্যুরা দিন-রাত ব্রহ্মপুত্র নদ থেকে  বালু উত্তোলন করে জমজমাট ব্যবসা চালিয়ে যাচ্ছে। ড্রাম ট্রাক ও ট্রাক্টর দিয়ে অনবরত বালু আনা নেওয়ার পথে রাস্তা ঘাটের ক্ষতি হওয়াসহ প্রায়ই দূর্ঘটনা ঘটছে। থানাহাট ইউনিয়নের রাজার ভিটা ও মাঝ স্থল থকে ডানতীর রক্ষা প্রকল্প ঘেষে দীর্ঘদিন থেকে আসাদুজ্জান, স্বপ্নীল, সোহেল বালু উত্তোলন করে ট্রাক্টর দিয়ে দেদারছে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছেন। রাজার ভিটা এলাকার ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুল হামিদ জানান, উপজেলা নির্বাহী অফিসার বরাবর এব্যাপারে অভিযোগ করেও এলকার জনগণ কোন প্রতিকার পায়নি। ওই এলাকার নদী তীরবর্তী স্থায়ী বাসিন্দা লিটন মিয়া জানান, বালু উত্তোলন করায় ফসলি জমি, ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্প, রাস্তা ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান হুমকির মূখে রয়েছে। ইতোপূর্বে কাঁচকোল এলাকায় ডানতীর রক্ষা প্রকল্পের ২০০ মিটার পিচিং ধসে গেছে। উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এর সাথে যোগাযোগ করা হলে, তিনি বলেন অতিদ্রুত ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে