নাটোরের লালপুরে বাবার চালিত ট্রাক্টরের চাপায় আদরের শিশু সন্তান মুরসালিন (৩) নিহত হয়েছে। সোমবার (৩ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু একই গ্রামের পিন্টুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে লালপুরের কাজিপাড়া গ্রামে শিশু মোরসালিনের বাবা ট্রলি নিয়ে বাড়ি ফিরছিলেন, এসময় গাড়ির শব্দ শুনে সে দৌড়ে বাড়ির বাহিরে চলে আসে। অসাবধানতাবশত কোন কিছু বুঝে উঠার আগেই শিশু মুরসালিন ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। দ্রুত পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হক জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সোমবার রাত সোয়া ১১ টায় উপজেলার নবীনগর ঈদগাহ্ ময়দানে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।