চিরিরবন্দরে গ্রাম আদালত বিষয়ক র‌্যালী ও সভা অনুষ্ঠিত

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ৪ মার্চ, ২০২৫, ০৪:০৯ পিএম
চিরিরবন্দরে গ্রাম আদালত বিষয়ক র‌্যালী ও সভা অনুষ্ঠিত

 দিনাজপুরের চিরিরবন্দরে গ্রাম আদালত বিষয়ক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৪ মার্চ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়ন পরিষদে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, চিরিরবন্দরের আয়োজনে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় গ্রাম আদালত বিষয়ক একটি র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে আলোচনা সভায় চিরিরবন্দর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ এমরান আলী, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, শিক্ষক ওয়াজেদ আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ ওয়াজির আলী শাহসহ স্বাগত বক্তব্য রাখেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারি নাদিয়া আকতার জাহান। এসময় সকল ইউপি সদস্য, শিক্ষক, সাংবাদিক, ঈমাম ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে