সিলেটে গাছের সুরক্ষায় মাসব্যাপী পেরেক অপসারণ কর্মসূচি শুরু

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম, সিলেট) : | প্রকাশ: ৪ মার্চ, ২০২৫, ০৪:৩৩ পিএম
সিলেটে গাছের সুরক্ষায় মাসব্যাপী পেরেক অপসারণ কর্মসূচি শুরু

সিলেট শহরের সবুজ আচ্ছাদন রক্ষায় এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ও বন বিভাগ। গাছের প্রতি সচেতনতা বৃদ্ধি ও সুরক্ষার লক্ষ্যে মাসব্যাপী পেরেক অপসারণ কর্মসূচি শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, এবং বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট বিভাগের সমন্বয়ক শাহ সাহেদা আখতার। এছাড়া, সিলেটের টাউন রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল্লাহসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সিলেট জেলা প্রশাসন সহযোগিতায় বন বিভাগের সদস্যরা শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা পেরেক অপসারণ করবেন। উদ্বোধনের পরপরই জেলা প্রশাসন কার্যালয়ের আশপাশের গাছগুলোর গায়ে বিদ্ধ পেরেকগুলো সরানোর কাজ শুরু হয়, যা দুপুর একটা পর্যন্ত চলে।

প্রকৃতির প্রতি এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশপ্রেমীরা। বন বিভাগ ও জেলা প্রশাসনের এই সম্মিলিত প্রয়াস সিলেটের সবুজ প্রকৃতি সংরক্ষণে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ কর্মসূচি শুধু সরকারি উদ্যোগের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং নাগরিকদের মধ্যেও গাছের প্রতি দায়িত্বশীলতার চেতনা জাগিয়ে তুলবে বলে আশা করা হচ্ছে। প্রকৃতির প্রতি আমাদের যত্নবান হওয়ার এ ধরনের প্রচেষ্টা শহরজুড়ে ইতিবাচক প্রভাব ফেলবে।

আপনার আশপাশের গাছে যদি পেরেক বা অন্য কোনো ক্ষতিকারক বস্তু দেখতে পান, তাহলে সেটি অপসারণের উদ্যোগ নিন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানÑএই আহ্বান জানাচ্ছেন পরিবেশবিদরা।

আপনার জেলার সংবাদ পড়তে