চাঁদপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় দুই তরুণ নিহত

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৪ মার্চ, ২০২৫, ০৪:৪২ পিএম
চাঁদপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় দুই তরুণ নিহত

চাঁদপুর শহরের পুরানবাজারে মোটরসাইকেল দূর্ঘটনায় ইতালি প্রবাসী দুই তরুণ নিহত হয়েছে।  সোমবার (৩ মার্চ ২০২৫) রাত সোয়া ১০টার সময় পুরানবাজার গার্লস স্কুলের সামনে একটি প্রাণ কোম্পানির পণ্যবাহী একটি কাভার্ড ভ্যানের নিচে পড়ে চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন পুরানবাজার মেরকাটিজ রোডের ইতালি প্রবাসী দেওয়ান কুটির এর মো.আব্দুস সালাম দেওয়ানের ছেলে অভি দেওয়ান(১৮) ও তার খালাতো ভাই শরীয়তপুরের ঘরিসা এলাকার মো. সেলিম মিয়ার ছেলে নিলয় (২০)। এ ঘটনায় কাভার্ড ভ্যান চালক পালিয়ে গেলেও স্থানীয় লোকজন কাভার্ড ভ্যানটি আটক করেন। এটি নিশ্চিত করেন চাঁদপুর মডেল থানার ওসি মো.বাহার মিয়া।

পুরানবাজার এলাকার প্রত্যক্ষদর্শী শিপন খান ও নিহতের স্বজনারা  বলেন, মেরকাটিজ রোডের বাসিন্দা ইতালি প্রবাসী সালাম দেওয়ান ও রুকসানার একমাত্র ছেলে  অভি দেওয়ান ও তার খালাতো ভাই শরীয়তপুরের নিলয় দুইজন ইতালি প্রবাসী। গত ১১ ফেব্রুয়ারি রোজা ও ঈদের  ছুটিতে তারা  চাঁদপুর আসেন।  সোমবার রাত সোয়া ১০টায় তারা দুজন একটি মোটর সাইকেল নিয়ে ঘর থেকে বের হয়ে নতুন বাজার মার্কেটে শার্ট কেনার জন্য রওনা হয়। এ সময় গার্লস স্কুলের কাছে ইত্যাদি মেশিনারিজ দোকানের সামনে তাদের সাইকেলটি পাস কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে 

প্রাণ কোম্পানীর ওই কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে গেলে মোটরসাইকেল সহ তাদের উপর দিয়ে গাড়িটি উঠিয়ে।এতে চাকায় পিষ্ট হলে  এ সময় ঘটনাস্থলেই অভির মৃত্যু হয়। তবে নিলয়কে গুরতর অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হলে পথে তার মৃত্যু হয়।  দুজনের মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রাখা হলে নিহতের স্বজনরা ছুটে আসেন সেখানে এবং কান্নায় ভেঙ্গে পড়েন। 

চাঁদপুর মডেল থানার ওসি মো.বাহার মিয়া বলেন,আমরা এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ঘটনার পর পর গাড়ির চালক পালিয়েছে।কভার্ডভ্যান ও দুর্ঘটনা কবলিত  মোটরসাইকেল থানায় নিয়ে যাওয়া হয়েছে। 

এদিকে, নিহত অভি ও নিলয়ের নানার বাড়ি পুরান বাজার ওসমানিয়া মাদরাসা সংলগ্ন সামাদ বেপারী বাড়ি। এখানে স্বজনরা আহাজারিতে সেখানকার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। 

এদিকে, চাঁদপুর সদর মডেল থানা পুলিশ আইনগত প্রক্রিয়ায় নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করলে মঙ্গলবার সকালে তাদেরকে দাফনের জন্য গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া ঘড়িশা ও সুরেশ্বর এলাকায় নিয়ে যাওয়া হয়। 

উল্লেখ্য, অভি ও নিলয় সপরিবারে ইতালি প্রবাসী। তারা দু'জন পুরান বাজার রয়েল মাইক সার্ভিসের নূর হোসেন আমিরের আপন ভাগিনা। অভির মায়ের নাম রোকসানা ও নিলয়ের মায়ের নাম রুমা বেগম। মোটরসাইকেল দুর্ঘটনায় এভাবে দুটি তাজা প্রাণ চলে যাওয়ায় অনেকে মেনে নিতে পারছে না। সবাই আফসোস করছে এর পরিবারের মাঝে বইছে শোকের মাতম।

আপনার জেলার সংবাদ পড়তে