কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানা আদায়

এফএনএস (এস.কে.দাস; কমলগঞ্জ, মৌলভী বাজার) : | প্রকাশ: ৫ মার্চ, ২০২৫, ০৪:০০ পিএম
কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানা আদায়

মৌলভীবাজারের কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ১৫ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলার মুন্সিবাজারে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যর দাম বৃদ্ধি করে বিক্রি এবং মজুতদারির অভিযোগে এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নয়টি মামলা দায়ের করে ৯ ব্যবসায়ীর কাছ থেকে মোট ১৫ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৪মার্চ ) কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সুত্রধর ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিএম. সাদিক আল শাফিন এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এসময় কমলগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সুত্রধর জানান, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। সবাইকে সচেতন থেকে সরকারি নিয়ম নীতি মেনে ব্যবসা পরিচালনা করার আহবান জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে