আজ বুধবার বেলা ১টায় কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী এর সঙ্গে রাজিব পুর উপজেলা বিএনপি নবাগত আহবায়ক কমিটির সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চর রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার এর অফিস কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এ সময় ইউএনও তার পরিচয় দেন এবং সকলের সাথে কুশল বিনিময় করেন। পরে উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান তার আংশিক কমিটির ১৬জন সদস্যের সাথে পরিচয় করিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবদুল হাই সরকার, যুগ্ম আহ্বায়ক মিরন মোঃ ইলিয়াস, যুগ্ম আহবায়ক অধ্যাপক গোলাম মোস্তফা যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মন্ডল, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন নেভি,যুগ্ম আহ্বায়ক ওমর আলী ব্যাপারী সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ও উপস্থিত ছিলেন। পরে উপজেলার উন্নয়ন কল্পে এক হয়ে কাজ করবেন বলে অভিমত ব্যক্ত করেন।