মহাদেবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

এফএনএস (রওশন জাহান; মহাদেবপুর, নওগাঁ) : | প্রকাশ: ৬ মার্চ, ২০২৫, ১১:৩৯ এএম
মহাদেবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

নওগাঁর মহাদেবপুরে সাংবাদিকদের সাথে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজার মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মার্চ) বিকেলে মহাদেবপুর থানার নতুন ভবনে নবাগত ওসি এর আয়োজন করেন।

মতবিনিময় সভায় ওসি শাহীন রেজা ইফতারপূর্ব বক্তব্যে জানান, গত ১ মার্চ তিনি মহাদেবপুর থানায় যোগদান করেন। এরআগে তিনি পোরশা থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করেন। তিনি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও শান্তি বজায় রাখার স্বার্থে সাংবাদিকদের সবরকম সহযোগিতা কামনা করেন। এসময় থানার ইন্সপেক্টর (তদন্ত) নাজমুল হক, এসআই আসাদুজ্জামান ও থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাদ মাগরিব ওসি তার খাস কামড়ায় মহাদেবপুরের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে একান্ত আলাপচারিতায় মিলিত হন। এসময় আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি কিউ, এম, সাঈদ টিটো, সাধারণ সম্পাদক কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর মডেল প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী সুমন, সাধারণ সম্পাদক সোহেল রানা, মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ ও সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী বাবলু।

আপনার জেলার সংবাদ পড়তে