চৗেমুহনীতে চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়ীর সীমানা প্রাচীর ভাঙ্গার অভিযোগ

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) : | প্রকাশ: ৬ মার্চ, ২০২৫, ০২:৫৯ পিএম
চৗেমুহনীতে চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়ীর সীমানা প্রাচীর ভাঙ্গার অভিযোগ

নোয়াখালীর চৌমুহনীতে চাঁদা না পেয়ে বাড়ীর নির্মানাধীন নতুন দেয়াল ভেঙ্গে ফেলার অভিযোগে থানায় মামলা দায়ের হলেও পুলিশ এখনও কাউকে ধরতে পারেনি। 

ঘটনাটি বুধবার রাতে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী  পৌরসভার করিমপুর এলাকায় প্রবাসী মোরশেদ আলমের বাড়ীতে ঘটেছে।

মামলারবাদী ও ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী হোসনা আক্তার বলেন, করিমপুরে তার খরিদকৃত মোল্লাবাড়ীতে অনেকদিন ধরে ঘর নির্মান করে বসবাস করে আসছে। গত কয়েকদিন আগে পুকুর থেকে বাড়ীর সীমানার দেয়ালের কাজ শুরু করে। কিন্তু পার্শ্ববর্তী সন্ত্রাসী দলের ক্যাডার সোহাগ ও তার সঙ্গীয় ২০/৩০ জনের একদল চাঁদাবাজ ৫ লক্ষ টাকা দাবি করে আসছে। এতে রাজি না হওয়ায় তার বসত ঘরে হামলা ও তাদেরকে বাধা দেওয়ায় তাকে শারীরিক ভাবে নির্যাতন করে। এব্যাপারে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা করায় সন্ত্রাসীরা বুধবার (৫ মার্চ) রাতে নির্মানাধীন দেয়াল ভেঙ্গে ফেলে। কিন্তু পুলিশ এখনও কাউকে ধরতে পারে নাই।

উল্লেখ্য গত কয়েক মাস ধরে চৌমুহনী শহরের করিমপুর, ডিবি রোড, কলেজ রোড, দক্ষিন বাজার, মন্ডলপাড়া, গণিপুর, চৌরাস্তা, উত্তর নাজিরপুর, আলীপুরে প্রকাশ্যে ও গোপনে চাঁদাবাজি বেড়ে যাওয়ায় বাসা বাড়ীর লোকজন ও ব্যবসায়ীরা দারুন হতাশায় পড়েছে।

এব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, চাঁদাবাজ সহ অপরাধীর বিরুদ্ধে অভিযান চলছে। লিখিত অভিযোগ পেলে পুলিশ সাথে সাথে এ্যাকশনে যায়। এতে কোন প্রকার আপস নাই। জনগনের সহযোগীতা পেলে চাঁদাবাজ মুক্ত গড়া সম্ভব।

আপনার জেলার সংবাদ পড়তে