ভারতীয় পণসহ চোরাকারবারি আটক

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৬ মার্চ, ২০২৫, ০৩:৫৩ পিএম
ভারতীয় পণসহ চোরাকারবারি আটক

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাই পথে আনা ভারতীয় জিরা ও ইয়ার কন্ডিশনারসহ (এসি) আব্দুর রশিদ (৬০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাসি চৌরাপাড়া থেকে এসব ভারতীয় পণ্য জব্দ ও অভিযুক্তকে আটক করা হয়।

থানা পুলিশ জানায়, সংঘবদ্ধ চোরাকারবারিরা ভারতীয় পণ্য পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাসি চৌরাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ওই এলাকার আব্দুর রশিদের বসতঘরে তল্লাশি চালিয়ে তার ঘরে রাখা ১৩ বস্তা ভারতীয় জিরা ও ২ টি ইয়ারকন্ডিশনার (এসি) উদ্ধার করে তা জব্দ করা হয়। একইসাথে আব্দুর রশিদকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান,  আটক আব্দুর রশিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করার পর বুধবার শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে