দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ ২টি বৈদ্যুতিক মটর ও ২টি শ্যালো মেসিনসহ ৩জনকে গ্রেফতার করে জেলা কারাগারে পাঠিয়েছে। এ ব্যাপারে চুরি যাওয়া মালামালের মালিক আল আমিন সরকার বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে ঘোড়াঘাট থানায় একটি এজাহার দায়ের করেন। গ্রেফতারকৃতরা হলো ঘোড়াঘাট উপজেলার ছয়ঘট্টি গ্রামের ইউনুছ আলীর ছেলে দুলাল হোসেন (৩৪), চোপাগাড়ী গ্রামের মোস্তাফিজুরের ছেলে আবু মুসা (২৩), আবিরের পাড়ার মৃত আইনুদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪০) এজাহার সূত্রে জানা যায়, বাদী গত ৪.৩.২৫ ইং তারিখে তার চকবামুনিয়া বিশ্বনাথপুর গ্রামে ব্যবসায়ীক মিল চাতালে রাতে তালা বন্ধ করে বাড়ী চলে যান। পরদিন সকালে এসে দেখেন চাতালের ঘরের দরজার তালা ভাংগা। ভিতরে রক্ষিত ২টি বৈদ্যুতিক মটর ও ২টি শ্যালো মেশিনসহ একটি হলার হয়ে গেছে। যার আনুমানিক মুল্য ৩লক্ষ ৯৫হাজার টাকা। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বুধবার বেলা ২টার দিকে চকবামুনিয়া বিশ্বনাথপুর গ্রামের জনৈক ইলিয়াস মাষ্টারের বাড়ীর সামনে একটি ভ্যান গাড়ীসহ মালামালগুলি আটক ও চোরদেরকে জনগনের সহায়তা আটক করে থানা পুলিশে খবর দিলে পুলিশ তাদেরকে আটক করে নিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ও,সি, নাজমুল হক।