ঘোড়াঘাটে প্রবীণ সাংবাদিকের ইন্তকাল

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ৬ মার্চ, ২০২৫, ০৪:০২ পিএম
ঘোড়াঘাটে প্রবীণ সাংবাদিকের ইন্তকাল

দিনাজপুরের ঘোড়াঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাক ও দৈনিক করতোয়ার ঘোড়াঘাট প্রতিনিধি প্রবীণ সাংবাদিক জিল্লুর রহমান (৭৪) মারা গেছেন।(ইন্নালিল্লাহি..........রাজেউন) । মঙ্গলবার দিবাগত রাত ১১টায় ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সার,ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার বিকেলে তার শারীরীক অবস্থার অবনতি হলে রেইনবো নামের বগুড়ার একটি ক্লিনিকে পরীক্ষা শেষে বাড়ীতে নিয়ে আসার কিছুক্ষন পর তিনি মারা যান। তিনি এক পুত্র এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। বুধবার বাদ জোহর প্রথমে রানীগঞ্জ ও পরে তার গ্রামের বাড়ী কৃঞ্চরামপুর গ্রামে ২য় জানাজা শেষে তার পারীবারীক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে ঘোড়াঘাট থানা প্রেসক্লাবসহ ইউনও ,এসি ল্যান্ড ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীসহ তার সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে