কুষ্টিয়ার ভেড়ামারার ঐতিহ্যবাহী বিদ্যাপীট দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের আহবায়ক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম ফজল চেয়ারম্যানের সুযোগ্য পুত্র এ্যাড. বুলবুল আবু সাঈদ শামীম। গত ৪ মার্চ যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড’র চেয়ারম্যান’র নির্দেশক্রমে বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত এক লিখিত আদেশে তিনি সভাপতি মনোনীত হোন। এ্যাড. বুলবুল আবু সাঈদ শামীম বিদ্যালয়টির সভাপতি মনোনীত হওয়ায় আনন্দে ভাসছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষানুরাগী ব্যাক্তিরা। অনেকেই মনে করেন, এ্যাড. বুলবুল আবু সাঈদ শামীম একজন ক্লিন ইমেজের রাজনৈতিক ব্যাক্তিত্ব। তার আন্তরিক প্রচেষ্টায় বদলে যাবে দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মান।