মানিকগঞ্জের সাটুরিয়ায় শারীরিক কষ্ট সহ্য করতে না পেরে গলায় রশি পেচিয়ে আত্নহত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুরে উপজেলার বালিয়াটি ইউনিয়নের হাজিরপুর দেওনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই এলাকার ছামছুল হকের স্ত্রী ছামেলা বেগম (৭০)।
বালিয়াটি ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য মো. বুলবুল ইসলাম বলেন, নিহত ওই বৃদ্ধা দীর্ঘদিন যাবত, হার্টসহ শরীরের বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। নিরাময় না হলে কষ্ট সহ্য করতে না পেরে নিজ বাড়ির গোয়াল ঘরে কাঠের রুয়ার সাথে গলায় রশি পেচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন— করার জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।