নাসিরনগর হানাদারমুক্ত দিবস উপলক্ষে পুস্পস্তবক অর্পন

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৪ এএম
নাসিরনগর হানাদারমুক্ত দিবস উপলক্ষে পুস্পস্তবক অর্পন

আজ (শনিবার) ৭ ডিসেম্বর  নাসিরনগর হানাদার মুক্ত দিবস। ১৯৭১-এর এই দিনে মুক্তিপাগল জনতা ও দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা নাসিরনগর থেকে পাক-হানাদারদের বিতাড়িত করেন। হানাদার মুক্ত করে এই দিনে নাসিরনগরের আকাশে উড়েছিল লাল সবুজের পতাকা।  নাসিরনগরের ইতিহাসে এ দিনটি বিশেষ স্মরণীয় দিন। ১৯৭১ সালের ১৫ নভেম্বর পাকহানাদার বাহিনী ও তাদের দোসররা রাজাকার,আল-বদরের সহায়তায় উপজেলার বেশ কিছু গ্রামে অগ্নিসংযোগ,লুটপাটসহ নারকীয় তান্ডব চালায়। পাকবাহিনীর অমানবিক নির্যাতনে অনেক লোক আহত ও নিহত হয়। মুক্তিযোদ্ধা ও সংগ্রামী জনতা পাক-বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ  ৯ মাস লড়াই করে অবশেষে ৭ ডিসেম্বর  মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীরা এগিয়ে যায় সামনের দিকে,পিছু হটে হানাদার বাহিনী। শত্রুমুক্ত ঘোষনা করে মুক্তিযোদ্ধাদের কন্ঠে কন্ঠ মিলিয়ে মুক্তির উল্লাসে মেতে উঠে সর্বস্তরের মানুষ। নাসিরনগর থানা অভ্যন্তরে (পুলিশ ষ্টেশন)স্বাধীন বাংলার আকাশে লাল সবুজের পতাকা উত্তোলনের মাধ্যমে এই দিনে নাসিরনগরকে পাক-হানাদার মুক্ত করেন। নাসিরনগর হানাদার মুক্ত দিবসটি উপলক্ষে আজ শনিবার সকালে  উপজেলা প্রশাসন ও স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহীনা নাছরিনের সভাপতিত্বে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উপজেলা সহকারী কমিশনার  ভূমি রবিউস সারোয়ারের সঞ্চালনায়  সভায় ১৯৭১-এর মুক্তিযুদ্ধের  স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আবদুল বাকী,বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদির, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো: রাফিজ মিয়া,বীর মুক্তিযোদ্ধা হাজ্বী মো: নুরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আবদুল মোতালিব। এছাড়াও নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ মো: রমজান আলী,থানার অফিসার ইনচার্জ মো: সফিকুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান,সাধারণ সম্পাদক মো: বসির উদ্দিন তুহিন,জামায়াতে ইসলামির প্রতিনিধি অধ্যাপক সিরাজুল ইসলাম,উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুর সাত্তার,ইসলামী ফ্রন্টের সিনিয়র সহসভাপতি মাওলানা গোলাম মোহাম্মদ খান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজসহ আরো অনেকে  বক্তব্য রাখেন। এসময় বীর মুক্তিযোদ্ধা,সরকারি কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক,সাংবাদিক,ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার জেলার সংবাদ পড়তে