সরাইলে ঝোপ থেকে নবজাতক উদ্ধার

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৭ মার্চ, ২০২৫, ০৭:০০ পিএম
সরাইলে ঝোপ থেকে নবজাতক উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঝোপের ভেতর থেকে জীবিত কন্যা নবজাতক উদ্ধার করেছেন সরাইল থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সরাইল সদর ইউনিয়নের কুট্রাপাড়া খেলার মাঠের উল্টো দিকের ঝোপের ভেতর থেকে পরিত্যাক্ত অবস্থায় ওই নবজাতককে উদ্ধার করা হয়েছে। বর্তমানে নবজাতক সরাইল উপজেলা সমাজসেবা কর্তৃপক্ষের হেফাজতে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। পুলিশ ও সমাজসেবা অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কে টহল দিচ্ছিলেন সরাইল থানা পুলিশের একটি দল। কুট্রাপাড়া খেলার মাঠের উল্টো দিকে সড়কের পাশের ঝোপে হঠাৎ শব্দ শুনতে পান পুলিশ। সন্দেহ হলে পুলিশ সদস্যরা ওই ঝোপের ভেতরটা দেখার চেষ্টা করেন। এ সময় তারা ঝোপের ভেতরে একটি নবজাতককে নড়াচড়া ও শব্দ করতে দেখেন। কাছে গিয়ে নবজাতকটি জীবিত থাকার বিষয়টি নিশ্চিত হয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে বিষয়টি সরাইল উপজেলা সমাজসেবা অফিসকে অবহিত করেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেলা সমাজসেবা অফিসারকে এ বিষয়য়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। বর্তমানে ওই নবজাতক সমাজসেবা কর্তৃপক্ষের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। সরাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। বর্তমানে নবজাতকটি সমাজসেবা অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া ও সরাইলের হেফাজতে রয়েছে। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান বলেন, যেকোন কারণে কোন দম্পত্তি ওই কন্যা নবজাতকটিকে ঝোপে ফেলে থাকতে পারে। আমরা পেয়ে উদ্ধার করে সমাজসেবা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছি।

আপনার জেলার সংবাদ পড়তে