ভারতীয় খাসিয়াদের সঙ্গে চোরাচালান দ্বন্দ্বে বাংলাদেশি যুবক নিহত

এফএনএস অনলাইন: : | প্রকাশ: ৭ মার্চ, ২০২৫, ০৭:২৪ পিএম : | আপডেট: ৭ মার্চ, ২০২৫, ০৭:২৫ পিএম
ভারতীয় খাসিয়াদের সঙ্গে চোরাচালান দ্বন্দ্বে বাংলাদেশি যুবক নিহত

ভারতীয় খাসিয়াদের সঙ্গে চোরাচালান দ্বন্দ্বে সিলেটের কানাইঘাট সীমান্তে বাংলাদেশি এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। 

শুক্রবার সকালে মেঘালয় রাজ্যের লাইজুরী বাঁশকোনা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায় বিএসএফ।

নিহত যুবক শাহেদ মিয়া (২৫) কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে।

তবে গুলিতে নাকি মারামারিতে তিনি মারা গেছেন তা নিয়ে এখনও গুঞ্জন।

শুক্রবার বিকেলে বিজিবি-১৯ জানিয়েছে, ভারতীয় খাসিয়াদের সঙ্গে চোরাচালান নিয়ে বিরোধের কারণে তাদের হামলায় মারা যান তিনি।

বিজিবি জানিয়েছে, শুক্রবার ভোররাতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর আওতাধীন সীমান্ত এলাকায় নিহত হন শাহেদ মিয়া। রাতে তিনি ভারতীয় খাসিয়া চোরাকারবারীদের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হন ও তাদের হামলায় মারা যান। বিষয়টি জানার পর বিএসএফকে অবগত করা হয়। পরে বিএসএফ মৃত ব্যক্তির ছবি পাঠায়। ছবি দেখে শাহেদ মিয়ার পরিবার নিশ্চিত হয়।

মরদেহ গ্রহণে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন ১৯-বিজিবি অধিনায়ক মোহাম্মদ এমদাদুল হক।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে- বৃহস্পতিবার দিবাগত রাতে শাহেদসহ কয়েকজনের সঙ্গে মেঘালয় রাজ্যের লাইজুরি এলাকার খাসিয়া চোরাকারবারীদের সঙ্গে দ্বন্দ্ব দেখা দেয়। সেই দ্বন্দ্বের জেরে খাসিয়ারা তাদের ওপর গুলি ছোড়ে। এতে শাহেদ গুলিবিদ্ধ হন। লাইজুরি বাঁশকোনা এলাকার ১৩১৯ নম্বর পিলারের পাশে তার মরদেহ পড়ে থাকে। সকালে মরদেহ উদ্ধার করে নিয়ে যায় বিএসএফ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে