এবার চোটের কারণে ফাইনাল অনিশ্চত ম্যাট হেনরির

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ৭ মার্চ, ২০২৫, ০৭:৪২ পিএম
এবার চোটের কারণে ফাইনাল অনিশ্চত ম্যাট হেনরির

চোট যেন জেঁকে বসেছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। টুর্নামেন্ট শুরুর আগে একের পর এক তারকা ক্রিকেটার ছিটকে যাচ্ছিলেন চোটের কারণে। টুর্নামেন্ট শুরুর পরেও চলেছে চোটের মিছিল। এবার ফাইনালের আগে শঙ্কা নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরিকে নিয়ে। লাহোরের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। সেখানে হেইনরিখ ক্লাসের ক্যাচ ধরতে গিয়ে কাঁধে চোট পান ম্যাট হেনরি। পরে যদিও বল করেছেন হেনরি। ফিল্ডিংয়ে ডাইভ দিতেও দেখা গেছে। ম্যাচ শেষে ফাইনালে হেনরিকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। তবে এবার প্রধান কোচ গ্যারি স্টিড জানালেন, এখনও অজানা রয়েছে হেনরির এভেইলএবিলিটির ব্যাপারটি। স্টিড জানিয়েছেন, ‘আমার মনে হয় এখানে ইতিবাচক ব্যাপার হচ্ছে তার বোলিং করতে পারাটা। আমরা তার কিছু স্ক্যান করিয়েছি এবং তাকে আমরা সম্ভাব্য সব সুযোগ দিতে চাই ফাইনাল ম্যাচে খেলার ব্যাপারে। তবে এটা (খেলতে পারবে কিনা) এখনও পর্যন্ত কিছুটা অজানা রয়েছে। তার কাঁধের পয়েন্টে এখনও কিছুটা ক্ষত আছে। তবে আশা করছি, সে ঠিক হয়ে যাবে।’ টুর্নামেন্টে ৪ ম্যাচে ১০ উইকেট শিকার করে এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারী ম্যাট হেনরি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুবাইয়ে ভারতের বিপক্ষে নিয়েছেন ৫ উইকেট। আগামীকাল রোববার দুবাইয়ের ফাইনালে ভারতের বিপক্ষেই মাঠে নামতে হবে নিউজিল্যান্ডকে। ফলে কিউইদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছেন ম্যাট হেনরি।