ময়মনসিংহের ত্রিশালে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন ধরার ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১০ টার দিকে ঢাকা-ময়মনসিংহ রোডের ধলা স্টেশনে এ ঘটনা ঘটে। প্রথমে এলাকাবাসি পানি নিয়ে ইঞ্জিনের আগুন নিভানোর চেষ্ঠা করে। বালিপাড়া স্টেশন মাস্টার হাসান জানান, ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন এসে আগুন লাগা ইঞ্জিন ময়মনসিংহ নিয়ে গেছে।
তিনি আরো জানান, এ ঘটনায় ট্রেন চলাচল ঘন্টা খানেক বন্ধ ছিল। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ফাতেমা নগর স্টেশনের স্টেশন কামাল আহমেদ ১১.৫৫ মিনিটের দিকে জানান, আমার স্টেশন থেকে আগুন লাগা ইঞ্জিন কেবলমাত্র আউট হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারনে এ ধরনের ঘটনা ঘটতে পারে।