দিনাজপুরের চিরিরবন্দরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে শীতবস্ত্র, শুকনো খাবার প্রদান করা হয়েছে। এ অগ্নিকান্ডের ঘটনাটি গত ৭ মার্চ শুক্রবার দুপুরের পর ঘটেছে।
গত ৭ মার্চ শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার অমরপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের এমাজ উদ্দিন ও তার পরিবারের হাতে শীতবস্ত্র, শুকনো খাবার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিউল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য গোলাম মোস্তফা শাহ গোলাপসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। এতে ওই পরিবারের ঘরের আসবাবপত্রসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে অন্তত ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়।