চিরিরবন্দরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সভা

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ৮ মার্চ, ২০২৫, ০৩:০৩ পিএম
চিরিরবন্দরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সভা

“ অধিকার, সমতা, ক্ষমতায়ন- নারী ও কন্যার উন্নয়ন” এ প্রতিপাদ্য বিষয়ে দিনাজপুরের চিরিরবন্দরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। 

গতকাল ৮ মার্চ শনিবার বেলা ১১ টায় উপজেলা ইছামতি কনফারেন্স কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ব্র্যাক ও সিডিএ এর সহযোগিতায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা। 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইসলামের সভাপতিত্বে এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা শারমিন, থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ ওয়াদুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিউল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার মোঃ মাইদুল ইসলাম, তথ্যসেবা কর্মকর্তা হাছিনা বানু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, নারী সমিতির সভাপতি তাহেরা বেগম, ব্র্যাক ব্যবস্থাপক সামিউল ইসলাম, সিডিএ ব্যবস্থাপক পলাশ চন্দ্র রায় প্রমূখ বক্তব্য রাখেন।

আপনার জেলার সংবাদ পড়তে