৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস”উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে বেসরকারী সংস্থা নাগরিক উদ্যোগ এর আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাউখালী বিআরডিবি মিলনায়তন কক্ষে আকলিমা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সু-প্রিয় দত্ত, এরিয়া কোঅর্ডিনেটর নাগরিক উদ্যোগ, বরিশাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ তারিকুল ইসলাম পান্নু, নারী নেত্রী মাহফুজা আক্তার মিলি, শামীমা আক্তার, উত্তম কুমার, কো অর্ডিনেটর, নাগরিক উদ্যোগ, কাউখালীসহ আরো অনেকে । বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজ গঠনে এবং দেশকে উন্নতির শেখরে পৌঁছানোর জন্য নারীদের ক্ষমতায়ন জরুরী। এ ছাড়া নারীরা যাতে কোন প্রকারের বৈষম্যের শিকার না হয় সেদিকে সকলের প্রতি আহবান জানান।