“অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা অফিসার্স ক্লাবে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরানের সভাপতিতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়শা সিদ্দিকা, তথ্য কর্মকর্তা সোহেলী মারজান, প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত ও মহিদেব সংস্থার কল্পনা রানী।