নিজঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে রাব্বি সরদার (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছে। খবর পেয়ে হাসপাতাল থেকে মৃত রাব্বির মরদেহ উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ।
ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার ইল্লা গ্রামের। মৃত রাব্বি ওই গ্রামের আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আরজ আলী সরদারের ছেলে। পুলিশ ও মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, বাবা ও মায়ের সাথে অভিমান করে শুক্রবার সন্ধ্যার পর পরই নিজঘরের দরজা বন্ধ করে ফ্যানের সাথে গলায় ফাঁস দেয় রাব্বি। পরে পরিবারের লোকজন ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হলে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রাব্বিকে দেখতে পায়। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের পর মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।