কিশোরগঞ্জ আইডিয়াল প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলে ব্যতিক্রমী আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জেলা সদরের শ্রী নগর সড়কের ফার্মগেইট মোড় সংলগ্ন বিদ্যালয়ের হল রুমে আলোচনাসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বকর ছিদ্দিক ভুঁইয়া। প্রধান আলোচক ছিলেন ফৌজিয়া হাবিব ওয়েল ফেয়ার ট্রাস্টি ও বিদ্যালয় পরিচালনা কমিটির পরিচালক কামরুন্নাহার কবিতা।বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস আরা মনির পরিচালনায় আলোচনায় অংশ নেন সহকারী শিক্ষক সাবিকুন্নাহার,শিলা ভৌমিক ও শিক্ষার্থীবৃন্দ। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে স্কুলে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির আলোচনা সভায় বক্তারা নারী দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু বকর ছিদ্দিক ভুঁইয়া জানান,আমাদের বিদ্যালয়ে সকল দিবস সমুহ উদযাপন করা হয়। এরই ধারাবাহিকতায় আজকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। যেহেতু পবিত্র মাহে রমজান মাস চলছে তাই প্রয়াতদের জন্য মাগফিরাত কামনা ও জীবিতদের জন্য নেক হায়াত কামনা করা হয়েছে। একই সাথে তাসবীহ খতম ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। তিনি আরও জানান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব হাবিবুর রহমান ভুঁইয়া সাহেবের একান্ত প্রচেষ্টা ও ফৌজিয়া হাবিব ওয়েল ফেয়ার ট্রাস্টের মাধ্যমে বিদ্যালয়টি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে শিক্ষার্থীরা অত্যান্ত সুনামের সহিত পাঠদান কার্যক্রমে এতদাঞ্চলে জ্ঞানের আলো বিকিরণ করছে। সেই সাথে নানা সাফল্য অর্জন করে সুনাম কুড়িয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।