অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন- এ প্রতিপাদ্য সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়।লৌহজং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা কর্মকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. এমরান হোসেন তালুকদার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আফরোজা আক্তার, শিক্ষার্থী জাইবুন। সভা সঞ্চালনা করেন নারীনেত্রী সালমা পারভেজ। এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত বিউটিফিকেশন, ফ্যাশন ডিজাইনিং, সেলাই প্রশিক্ষণ এবং কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষক ও প্রশিক্ষণার্থী এবং সুধীবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।