সিরাজদিখানে আন্তর্জাতিক নারী দিবস পালিত

এফএনএস (কে. এন. ইসলাম বাবুল; সিরাজদিখান, মুন্সীগঞ্জ) : : | প্রকাশ: ৮ মার্চ, ২০২৫, ০৫:১৩ পিএম
সিরাজদিখানে আন্তর্জাতিক নারী দিবস পালিত

'অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন' এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।

পরে উপজেলা সভাকক্ষে  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশন ফিরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র,  রনক, উপজেলা জামায়াতর ইসলামীর আমির মাওলানা কবির হোসেন, সাংবাদিক সুব্রত দাস রনক, নারী নেতৃ শারমিন শীলা, রতনা হালদার। 

এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা গুল রাওশান ফিরদৌস। আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,  সুবিধাভোগীসহ গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ  উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে