চাটমোহরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৮ মার্চ, ২০২৫, ০৫:২২ পিএম
চাটমোহরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

‘অধিকার,সমতা,ক্ষমতায়ন,নারী ও কন্যার উন্নয়ন’ এ প্রতিপাদ্য নিয়ে পাবনার চাটমোহরে গতকাল শনিবার উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর ও বেসরকারি সংস্থা এলডিও পৃথকভাবে দিবসের কর্মসূচি পালন করে। কর্মসূচিতে ছিলো র‌্যালী ও আলোচনা সভা।  

দিবসটি উপলক্ষে চাটমোহর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে দুপুর ১২টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ মাহমুদা সুলতানা। আলোচনায় অংশ নেন,সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমুখ।

এদিকে দিবসটি উদযাপনে বেসরকারি উন্নয়ন সংগঠণ ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও) র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে। সকাল সাড়ে ১০টায় এলডিও কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিহীন নেত্রী ছানোয়ারা খাতুনের সভাপতিত্বে ও এলডিও’র নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী মন্জুর সঞ্চালনায় সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অথিথি ছিলেন প্রডেস হোম ডেকর’র পরিচালক প্রভাষিকা হাসনা হেনা পারভীন। বক্তব্য দেন,রুলফাও’র নির্বাহী পরিচালক মোঃ আফজাল হোসেন,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা ও চ্যানেল ২৪ এর পাবনা জেলা প্রতিনিধি শাহীন রহমান,আণেঅয়ার হোসেন,ইসলাইল আলম,শরিফা খাতুন নিপা,রাজিয়া সুলতানা প্রমুখ।