পাবনার চাটমোহর উপজেলার আদিবাসী পল্লী হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ী কৈ গ্রামে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। বেসরকারি সংগঠণ মানবমুক্তি সংস্থার (এমএমএস) আয়োজনে বাঘলবাড়ি কৈ আদিবাসী পল্লীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়। সকালে একটি র্যালী বাঘলবাড়ি মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়েছে বাঘলবাড়ি কৈ কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। সেখানে চাটমোহর উপজেলা আদিবাসী পরিষদের সভাপতি কর্ণ মুরারীর সভাপতিত্বে ও আদিবাসী ছাত্র পরিষদের আহবায়ক অপূর্ব কুমার সিং এর সঞ্চালনায় অনুুিষ্ঠত আলোচনা সভায় বক্তব্য দেন এমএমএস’র প্রকল্প কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন,আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যুৎ ভুইমালী,সিনিয়র সহ-সভাপতি ভিমরাজ মাহাতো,মহিলা নেত্রী তাপসী মাহাতো স্বর্ণা মাহাতো,মিনুকা কর্মকার প্রমুখ। আদিবাসী নারীদের অধিকার,নারী ও শিশু নির্যাতনসহ নানা বিষয়ে বক্তব্য দেন বক্তারা।