ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে শনিবার আন্তর্জাতিক নারী দিবস ২০২৫খ্রি. পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিশাত ফারাবী। উপজেলা আবাসিক মেডিকেল অফিসার দেবাশিষ কাপুড়িয়া ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম হোসেন এ সময় উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন এবং স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার।
“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কণ্যার উন্নয়ন”এ প্রতিপাদ্য বিষয়ের উপর সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, শিক্ষক শিরিন সুলতানা, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন, নারী উদ্যোক্তা লক্ষী রানী ও চাঁদনী আক্তার প্রমূখ। বক্তারা নারী দিবসের তাৎপর্য তুলে ধরে সমাজে নারী ও পুরুষের সমতা আনয়নের মাধ্যমে নারী সমাজকে শক্তিশালী করার উপর জোর দেন।