“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল শনিবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমের সামনে এসে শেষ হয়। এ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহেনাজ আকতার, চিলমারী মডেল থানার সাব ইন্সপেক্টর দিপ্তটপ্য, চিলমারী প্রেসক্লাব সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবু, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর উপজেলা প্রকল্প ব্যবস্থাপক, মোঃ আব্দুল মালেক সরকার প্রমূখ।