টাঙ্গাইলের ভূঞাপুরে অসুস্থ গরু জবাই করায় মাংস ব্যবসায়ীর জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৮ মার্চ) উপজেলার গোবিন্দাসী টিমোড়ে অসুস্থ গরু জবাই করায় মাংস ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা করেছে । উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম জানান, উপজেলার গোবিন্দাসী টিমোড়ে অসুস্থ গরু জবাই করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রফিকুল ইসলাম তালুকদার নামের এক অসাধু মাংস ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়।
তিনি আরো বলেন ঐ মাংস ব্যবসায়ী জখম হওয়া আধামরা গরু জবাই করে মাংস বিক্রি করছিলো। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গরুর মাংসগুলো ফেলে দেই।